একটা সময় ছিল যখন বিশ্বকাপে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারক ম্যাচকে সেভাবে গুরুত্ব দেওয়া হত না। সেমিফাইনালে পরাজিত দুই দল অনেকটা গয়ংগচ্ছভাবেই এই খেলাটা খেলত, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়া হত এই ম্যাচে। কিন্তু ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানি-উরুগুয়ের মধ্যে খেলা তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ এই খেলার সংজ্ঞাটাই পাল্টে দেয়। দুর্দান্ত উত্তেজক সেই ম্যাচ জার্মানি জিতেছিল ৩-২ গোলে কিন্তু মন জয় করে নিয়েছিলেন উরুগুয়ের দিয়েগো ফোরলান। এই কাতার বিশ্বকাপের ক্রোয়েশিয়া-মরক্কো তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচও এক অনন্য উচ্চতায় পৌছালো।
by দেবাশিস মজুমদার | 18 December, 2022 | 955 | Tags : Croatia Morocco 3rd Position Qatar World Cup